শ্যামক
বানান বিশ্লেষণ:
শ্+য্+আ+ম্+অ+ক্+অ
উচ্চারণ:
[ʃæ.mə.kə]
[শ্যা.ম.ক]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্যাম>বাংলা
শ্যাম +ক (ক ষষ্ঠী বিভক্তি)
পদ: বিশেষ্য সম্বন্ধার্থে
অর্থ:
শ্যামের
উদাহরণ:
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ১।৯]
খোয়াব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয় [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১২]
ভারতী পত্রিকার
(বৈশাখ ১২৮৫ বঙ্গাব্দ) সংখ্যার ২১ পৃষ্ঠায় শ্যামক
শব্দটি ব্যবহার করা হয়েছে 'শ্যামকে' অর্থে। এই শব্দের বিশেষ অর্থটি কবিতার
পাদ টীকায় দেওয়া হয়েছে। এই কবিতায় এই অর্থে যে চরণটি পাওয়া যায়, তা হলো 'দূর
সঙেতু পেখিও শ্যামক'।
পাদটীকায় এর অর্থ দেওয়া হয়েছে- দূর হইতে তুমি শ্যামকে দেখিও।