শ্যামরায়
বানান বিশ্লেষণ:
শ্+য্+আ+ম্+অ+র্+আ+য়্+অ
উচ্চারণ: [ʃæ.mə.raĕ]
[শ্যা.ম.রায়্]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্যাম>বাংলা
শ্যাম +সংস্কৃত রাজন>বাংলা রাজন>প্রাকৃত রায>বাংলা রায়।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
শ্যামের রায়/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ: শ্যামল বর্ণের মধ্যে রাজা বা শ্রেষ্ঠ যিনি। শ্যামশ্রেষ্ঠ অর্থে শ্রীকৃষ্ণ।
উদাহরণ:
দেখ, লো
সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায়
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।৯]