শূন্য
বানান বিশ্লেষণ:
শ্+ঊ+ন্+য্+অ
উচ্চারণ: [ʃun.nə]
[ শুন.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শূন্য>বাংলা
শূন্য।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
শু (অতিশয়) ঊন (কম) +য।
পদ:
১. বিশেষণ।
অর্থ: বিহীন, বিরহিত, খালি
উদাহরণ:
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৪]
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৬
সতিমির রজনী, সচকিত সজনী, শূন্য নিকুঞ্জঅরণ্য [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।১]
২. বিশেষ্য।
অর্থ: আকাশ, গগন
উদাহরণ: শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরসরসরাশি। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।২]