শুন
বানান বিশ্লেষণ:
শ্
+উ+ন্+অ
উচ্চারণ:
[
ʃu
.
n
ə
] [শু.ন]
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
√
শ্রু (শ্রবণ করা)>প্রাকৃত
√
সূণ>মৈথিল>বাংলা
√
শুন (বৈষ্ণব সাহিত্য)+অ=শুন
পদ:
ক্রিয়া {সকর্মক, মধ্যম পুরুষ}
অর্থ:
শ্রবণ কর অর্থে- (আদেশ বা অনুরোধ ভাবনির্দেশে)
উদাহরণ:
কহল, সজনি শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৭]
ভণে ভানু —অব শুন গো কানু, পিয়াসিত গোপিনিপ্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।১১]
শুন
শুন
সজনী
,
হৃদয়
প্রাণ
মম
হরখে
আকুল
ভেল
।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৩]
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।১]
শুন সখি, বাজই বাঁশি
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭
।১
]