সীঁথি
বানান বিশ্লেষণ:
স্+ঈ+ঁ+থ্+ই
উচ্চারণ: [sĩ..t̪ʰi]
[সিঁ.থি]।
শব্দ-উৎস:
সংস্কৃত সীমন্ত>বাংলা সীঁতা>সীঁতী (সীঁতা+ঈ)>সীঁথি।
পদ:
বিশেষ্য।
অর্থ:
মাথার সম্মুখভাগের চুল দুইভাগে ভাগ করলে যে সরু বিভাজিত রেখার সৃষ্টি হয়।
উদাহরণ:
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৯]
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া ।[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৪]