সীঁথি
বানান বিশ্লেষণ: স্+ঈ+ঁ+থ্+ই
উচ্চারণ: [sĩ..ʰi] [সিঁ.থি]।
শব্দ-উৎস: সংস্কৃত সীমন্ত>বাংলা সীঁতা>সীঁতী (সীঁতা+ঈ)>সীঁথি।
পদ: বিশেষ্য।
অর্থ: মাথার সম্মুখভাগের চুল দুইভাগে ভাগ করলে যে সরু বিভাজিত রেখার সৃষ্টি হয়।

উদাহরণ: