সকরুণ
বানান বিশ্লেষণ:
স্+ক্+অ+র্+উ+ণ্+অ
উচ্চারণ:
[sə.kə.ru.nə]
[স.ক.রু.ন]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
করুণ>বাংলা করুণ>সকরুণ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
স-করুণ {√কৄ (বিক্ষেপ করা) + উন্ (উনন্), কর্তৃবাচ্য}
করুণের সহিত বর্তমান/বহুব্রীহি সমাস।
পদ:
বিশেষণ
অর্থ:
অতিশয় করুণ, করুণার সাথে।
উদাহরণ:
দারুণ বাঁশি কাহ বজায়ত সকরুণ রাধা নাম। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৮]