সো
বানান বিশ্লেষণ: স্+ও
উচ্চারণ: [so] [সো]।   
শব্দ-উৎস: সংস্কৃত সং>পালি, প্রাকৃত সো>মৈথিলি সো>বাংলা সো (বৈষ্ণব সাহিত্য)
পদ: সর্বনাম।
অর্থ: সে।
উদাহরণ:

বিদ্যাপতি:
সো সব পূরল পিয়া পরসাদ [পদরত্নাবলী-রবীন্দ্রনাথ ও শ্রীশমজুমদার সম্পাদিত (আনন্দ পাবলিশার্স লিমিটেড, ১৩৯৭)পৃষ্ঠা: ২৪৯।]