সব
বানান বিশ্লেষণ: স্+অ+ব্+অ
উচ্চারণ:
[sə.bə ]
[স.ব]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত সর্ব্ব>প্রাকৃত সৱ্ৱ>মৈথিলি
সব>বাংলা সব
পদ: বিশেষণ।
অর্থ: অখণ্ড সত্তার সমগ্র বৈশিষ্ট্য প্রকাশক সমুদয় অর্থক শব্দ।
সমার্থক শব্দাবলি:
সকল, সব, সমস্ত।
উদাহরণ:
জর জর রিঝসে দুখ জ্বালা সব দূর দূর চলি গেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (রর-২)। ১। ৬-৭]
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ১। ৪]
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব বিফল এ পীরিতি লেহা [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৩]
মুগুধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪, পঙ্ক্তি ৭]
সখীসহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫, পঙ্ক্তি ৫]