সহচরি
বানান বিশ্লেষণ: স্+অ+হ্+অ+চ্+অ+র্+ই
উচ্চারণ: [sə.ɦə..ri.] [স.হ.চ.রি]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত সহচরী>বাংলা সহচরী>সহচরি (সম্বোধনে)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সহচর {সহ- চর্ (গমন করা) +অ (ট), কর্তৃবাচ্য} +ঈ (ঈপ)=সহচরী>সহচরি (সম্বোধনে)
পদ: বিশেষ্য।
অর্থ: সখী, বান্ধবী
উদাহরণ: সহচরি সব নাচ নাচ    মিলনগীত গাও রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৫]