সখি/সখী
বানান বিশ্লেষণ: স্+অ+খ্+ই/স্+অ+খ্+ঈ
উচ্চারণ: [ sə.kʰi]
[স.খি]।
[ ə
= তীর্যক অ]
শব্দ-উৎস:
সখী>সখি>বাংলা সখি, সখী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সহ-খ্যা (বলা) +ই (ইণ)>সখা স্ত্রীলিঙ্গে সখী। সম্বোধনার্থে সখি (বৈষ্ণবসাহিত্য)।
পদ:
বিশেষ্য।
অর্থ: যার সাথে হৃদয়ের কথা ভাগাভাগি করা যায় বা ভাব বিনিময়ে যে অংশভাগী
হওয়ার যোগ্যা।
সমার্থক শব্দাবলি:
বান্ধবী, সহচরী
উদাহরণ:
- আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)
১১/১]
- কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭। ৯]
- কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৭]
- কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)২।২]
- কুঞ্জপথে, সখি, কৈস যাওব অবলা কামিনী রে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।২]
- কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৪]
- চল সখি গৃহ চল, মুঞ্চ নয়নজল চল সখি চল গৃহকাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৫]
- তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৭।১০]
- দেখ,লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায়[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৮। ৯]
- বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব বিফল এ পীরিতি লেহা[ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৩।৩]
- মালতিমালা রাখহ বালা ছি ছি সখি মরু মরু লাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৬]
- শুন সখি, বাজই বাঁশি[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।১
- সখি রে,উচ্ছল প্রেমভরে অব ঢল ঢল বিহ্বল প্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৭]
- সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৭]
- সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৮]
- হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৩]