সখি/সখী
বানান বিশ্লেষণ: স্+অ+খ্+ই/স্+অ+খ্+ঈ
উচ্চারণ: [ sə.kʰi] [স.খি]। [ ə = তীর্যক অ]
শব্দ-উৎস: সখী>সখি>বাংলা সখি, সখী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সহ-খ্যা (বলা) +ই (ইণ)>সখা স্ত্রীলিঙ্গে সখী। সম্বোধনার্থে সখি (বৈষ্ণবসাহিত্য)।
পদ: বিশেষ্য।
অর্থ: যার সাথে হৃদয়ের কথা ভাগাভাগি করা যায় বা ভাব বিনিময়ে যে অংশভাগী হওয়ার যোগ্যা।
সমার্থক শব্দাবলি: বান্ধবী, সহচরী
উদাহরণ: