সখিজন
বানান বিশ্লেষণ:
স্+অ+খ্+ই+জ্+অ+ন্
উচ্চারণ: [sə.kʰi.ɟə.nə]
[স.খি.জ.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
সখী>সখি>বাংলা সখি+সংস্কৃত জন>বাংলা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সখি {সহ-Öখ্যা
(বলা) +ই (ইণ)>সখা স্ত্রীলিঙ্গে সখী>সখি।
+জন
{√জন্
(জন্মগ্রহণ করা)+অ
(অচ্), কর্তৃবাচ্য}
যে সখী সেই জন/কর্মধারয় সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
বান্ধবী, সহচরী
সখীজন-হাত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সখীজনের হাত/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ: সখীর হাত, বান্ধবীর হাত, সহচরীর হাত।
উদাহরণ: চলহ তুরিতগতি শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।১৩]