সমীর
বানান বিশ্লেষণ: স্+অ+ম্+ঈ+র্+অ
উচ্চারণ: [sə.mi.] [স.মি.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত সমীর>বাংলা সমীর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম্ +Öঈর (প্রেরণ করা) + অ (অচ্), কর্তৃবাচ্য}
পদ:
বিশেষ্য।
অর্থ: আক্ষরিক অর্থ-যা প্রেরিত হয় বা প্রেরণ করে। বিশেষার্থ হলো বাতাস
সমার্থক শব্দাবলি:
বাতাস, বায়ু, সমীরণ
উদাহরণ: