সঞ্চল
বানান বিশ্লেষণ:
স্+অ+ঞ্+চ্+ল্+অ
উচ্চারণ: [sən.cə.le]
[সন্.চ.লে]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত সঞ্চল>বাংলা সঞ্চল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সম্-√চল
(গমন করা)
+
অ
(অচ্), কর্তৃবাচ্য।
পদ: বিশেষণ
অর্থ: সম গতিতে চলমান বা স্পন্দিত এমন।
সমার্থক শব্দাবলি: বিস্পন্দিত, বিকম্পিত
সঞ্চলে
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: সঞ্চল +এ
অর্থ: বিকম্পনে, বিকম্পনের দ্বারা
উদাহরণ: মৃদু সমীর সঞ্চলে, হরয়ি শিথিল অঞ্চলে,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১৩-১৪]