শরম
বানান
বিশ্লেষণ: শ্+অ+র্+অ+ম্+অ
উচ্চারণ:
[ʃə.rə.mə]
[শ.র.ম]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
ফার্সী
শরম>বাংলা শরম।
অর্থ:
এমন একটি
আত্ম-সংকোচন-মূলক (অসম্মান , কুণ্ঠা, কপট ইত্যাদির কারণে ) ভাব-প্রকাশক
মানসিক দশা, যা অপরে কাছে আচরণের দ্বারা প্রকাশিত হয়।
সমার্থক শব্দাবলি: লজ্জা. লাজ, শরম
উদাহরণ:
বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান)
৭।৫]