শশিসনাথ
বানান বিশ্লেষণ:
শ্+অ+শ্+অ+স্+অ+ন্+আ+থ্+অ
উচ্চারণ: [ʃə.ʃi.sə.na.t̪ʰə]
[শ.শি.স.না.থ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
√
শশী>বাংলা
শশী>শশি (সমাসবদ্ধ পদের পূর্বপদ) +সংস্কৃত সনাথ>বাংলা সনাথ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
শশী (√শশ্
(উল্লঙ্ঘন) +অ
(অচ্),
কর্তৃবাচ্য) +ইন্ (ইনি)=শশী (১ বচন)। শশিন্>শশি সমাসের পূর্বপদ। যেমন শশিকলা,
শশিভূষণ ইত্যাদি।
+সনাথ {স (সহিত) -√নাথ্
(আশীর্বাদ) +অ (অচ্), কর্তৃবাচ্য}। নাথের সহিত বর্তমান/বহুব্রীহি সমাস।
শশী (চন্দ্র) হইয়াছে সনাথ যাহার/বহুব্রীহি সমাস/শশী-সনাথ>শশিসনাথ (সমাসের পূর্বপদ হিসাবে শশি)।
পদ:
বিশেষণ।
অর্থ: চাঁদ যার আশ্রয়দাতা হিসেবে আছে বা চাঁদ যার অধিপতি বা স্বামীরূপে আছে।
উদাহরণ:
শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৭-৮]