সতিমির
বানান বিশ্লেষণ: স্+অ+ত্+ই+ম্+ই+র্+অ
উচ্চারণ: [sə.i.mi.rə] [স.তি.মি.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত তিমির>বাংলা তিমির। স উপসর্গ যোগে সতিমির
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স- তিমির {
তিম্ (সিক্ত হওয়া) +ইর্ (কিরচ্), করণবাচ্য}
পদ: বিশেষণ
অর্থ:
তিমিরের সহিত বর্তমান, অন্ধকারযুক্ত, অন্ধকারময়
উদাহরণ: সতিমির রজনী, সচকিত সজনী, শূন্য নিকুঞ্জঅরণ্য [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।১]