শতযুগভর
বানান
বিশ্লেষণ: শ্+অ+ত্+অ+য্+উ+গ্+অ+ভ্+অ+র্+অ
উচ্চারণ:
[ʃə.t̪ə.ɟu.gə.bʰə.rə
[শ.ত.জু.গ.ভ.র]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
দশ [দশ-দশৎ (দশক) +ত,
পরিমাণার্থে 'দশ দশৎ'-স্থানে 'শ'=শত>বাংলা শত
+সংস্কৃত যুগ>বাংলা যুগ
+দেশী ভর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
শত (দশ
+ত)
+
যুগ {√যুজ্
(যুক্ত করা, মিশ্রিত করা)+অ
(ঘঞার্থে ক), কর্মবাচ্য}
+ দেশী ভর
পদ:
বিশেষণ।
অর্থ: বহু সুদীর্ঘকাল পরিমিত।
উদাহরণ:তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৬।৯]