শ্রীগোবিন্দ
বানান বিশ্লেষণ:
শ্+র্+ঈ+গ্+ও+ব্+ই+ন্+দ্+অ
উচ্চারণ: [sri.go.bin.d̪ə]
[স্রি.গো.বিন্.দ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্রী>বাংলা
শ্রী + সংস্কৃত গোবিন্দ +বাংলা গোবিন্দ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
শ্রী {√শ্রি
(প্রণয়) +ক্বিপ্ (০), কর্তৃবাচ্য, দীর্ঘ} + গোবিন্দ {গো-বিদ্ (বিদ্যা) +অ (শ),
কর্তৃবাচ্য}
পদ:
বিশেষ্য।
অর্থ:
শ্রী (নামোচ্চারণের পূর্বে প্রযোজ্য উপপদ বিশেষ) যুক্ত গোবিন্দ
(যিনি বেদোক্তি ভূমি,
ধেনু স্বর্গ বা প্রলয় সলিল প্রাপ্ত হন)। এই বিচারে শ্রীকৃষ্ণ।
উদাহরণ:
আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৮]