সুবিজন
বানান বিশ্লেষণ: স্+উ+ব্+ই+জ্+অ+ন্+অ
উচ্চারণ: [su.bi.
ɟə.] [সু.বি.জ.]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস: সংস্কৃত সুবিজন>বাংলা সুবিজন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সু-বিজন {বি-জন {Öন্ (জন্মগ্রহণ করা) +অ (অচ্), }।
পদ: বিশেষণ।
অর্থ: অত্যন্ত নিরিবিলি, নির্জন।
উদাহরণ: কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।২]