সুজনক
বানান বিশ্লেষণ: স্+উ+জ্+অ+ন্+অ+ক্+অ
উচ্চারণ: [su.
ɟə..] [সু.জ.ন.ক]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস: সংস্কৃত সুজন>বাংলা সুজন>সুজনক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: বন্ধু অর্থে ব্যবহৃত সুজন শব্দটির সাথে সম্বন্ধবাচক ক বিভক্তি যুক্ত হয়েছে।
সমার্থক শব্দাবলি: বন্ধুর, সুজনের
উদাহরণ: সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি  নহি টুটে জীবনমরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৩।১৬]