শুখাওল
বানান বিশ্লেষণ:
শ্+উ+খ্+আ+ও+ল্+অ
উচ্চারণ: [ʃu.kʰa.o.lə]
[শু.খা.ও.ল]।
[ə=
তীর্যক অ। আ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত
শুষ্ক>প্রাকৃত সুক্খ>বাংলা শুখ>শুখা>ক্রিয়ামূল√শুখা>শুখাওল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √শুখা
(শুষ্ক হওয়া)+ওল
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: শুকিয়ে গেল ।
উদাহরণ:
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
কণ্ঠে শুখাওল মালা [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।১]