সুন্দরি
বানান বিশ্লেষণ:
স্+উ+ন্+দ্+র্+ই
উচ্চারণ: [sun.d̪ə.ri]
[সুন্.দ.রি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত সুন্দরী>বাংলা সুন্দরী>সুন্দরি।
পদ:
বিশেষণ।
অর্থ:মনোজ্ঞ, চারু, মনোরম।
উদাহরণ:
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া ।[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৪]