শূন্যকুঞ্জ
বানান বিশ্লেষণ: শ্+ঊ+ন্+য্+অ+ক্+উ+ঞ্+জ্+অ
উচ্চারণ: [ʃun.nə.ku.ɟə] [ শুন.ন.কুন্.জ.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত শূন্য>বাংলা শূন্য +সংস্কৃত কুঞ্জ>বাংলা কুঞ্জ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: কোনো বিশেষ সত্তার অভাব হেতু, যে কুঞ্জে শূন্যতার সৃষ্টি হয়েছে।
উদাহরণ: ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে !  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।১২]