শূন্য'পর
বানান বিশ্লেষণ: শ্+ঊ+ন্+য্+অ++++
উচ্চারণ: [ʃun.nə...]] [ শুন.ন.প.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত শূন্য>বাংলা শূন্য + সংস্কৃত উপরি>প্রাকৃত উরিং>বাংলা উপর>'পর (উ লোপ)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: শূন্যের উপর=শূন্য-উপর>শূন্য-'পর/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)
অর্থ: শূন্যের দিকে, শূন্যপানে।
উদাহরণ: চাহি শূন্য-'পর কহে করুণস্বরবাজে রে বাঁশরি বাজ  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৮]