সুরভি
বানান বিশ্লেষণ:
স্+উ+র্+অ+ভ্+ই
উচ্চারণ: [su.rə.bʰi]
[সু.র.ভি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত সুরভী>বাংলা সুরভি।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সু -√রভ্
(সবেগে গমন করা) +ই (ইন্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
সুগন্ধ।
উদাহরণ:
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৮]