সুরভভার
বানান বিশ্লেষণ: স্+উ+র্+অ+ভ্+অ+ভ্+আ+র্+অ
উচ্চারণ: [su..ə.bʰa.rə] [সু.বি.জ.]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস:
সংস্কৃত সুরভী>বাংলা সুরভ +সংস্কৃত ভার>বাংলা ভার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: সৌরভ দ্বারা ভারাক্রান্ত। অপরিমিত সৌরভ
উদাহরণ:
ঢালে কুসুম সুরভভার,   ঢালে বিহগসুরবসার [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৫]