তাল-তমাল
বানান বিশ্লেষণ:ত্+আ+ল্+অ-ত্+অ+ম্+আ+ল্+অ
উচ্চারণ:
[t̪a.lə-t̪ə.ma.lə]
[তা.ল-ত.মা.ল]
[ə
=তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত তাল>বাংলা তাল- সংস্কৃত তমতাল>বাংলা তমাল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
- তাল=তল {√তল (প্রতিষ্ঠা)+অ (ঘঞার্থে)+অ (অণ্), স্বার্থে
- তাল ও তমাল/দ্বন্দ্ব সমাস
পদ: বিশেষ্য
অর্থ: তাল ও তমাল নাম বৃক্ষদ্বয়
- তাল। এশিয়া ও আফ্রিকার সরলদেহী বৃক্ষ বিশেষ।
বৈজ্ঞানিক নাম Borassus flabellifer
- তমাল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, ক্রান্তীয় অস্ট্রেলিয়া ইত্যাদি অঞ্চলের
বৃক্ষ। । বৈজ্ঞানিক নাম
Diospyros cordifolia
উদাহরণ: শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড়তিমিরময় কুঞ্জ।
[গীতবিতান।
প্রকৃতি ৩১। বর্ষা ৬।৬]