তার
বানান বিশ্লেষণ: ত্+আ+র্+অ
উচ্চারণ: [
a.rə] [তা.র]।   [ə= তীর্যক অ। আ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত তা>তাহ (হ আগম)>তাহা>বাংলা তাহা +র (ষষ্ঠী বিভক্তি যোগে সম্বন্ধবাচক ভাব। সাধুরীতি ও কবিতায় ব্যবহৃত হয়)>তার (হা লোপ, চলিত রীতি। গদ্য ও কবিতায় ব্যবহৃত শব্দ)
পদ: সর্বনাম (সম্বন্ধবাচক)।
অর্থ: ব্যক্তি নির্দেশ- তাহার।  নাম পুরুষে- উক্ত বা অনুক্ত ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত সর্বনাম।
সমার্থক শব্দাবলি: তাহার, তার
উদাহরণ: