তর্জিত
বানান বিশ্লেষণ: +অ+র্+জ্+ই+ত্+অ
উচ্চারণ: [ər.ɟi.ə] [তর্.জি.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত তর্জ্জিত>বাংলা তর্জ্জিত>তর্জিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: তর্জ্জ্ (ভর্ৎসন) +ত (ক্ত), কর্মবাচ্য।
পদ: বিশেষণ।
অর্থ: বিক্ষুব্ধ, ভীষিত।
উদাহরণ:  উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৩]