তারক
বানান বিশ্লেষণ:
ত্+আ+র্+অ+ক্+অ
উচ্চারণ: [t̪a.rə.kə]
[তা.র.ক]।
[ə=
তীর্যক অ। আ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত তারকা>বাংলা তারক
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√তারি
{√তৄ
(উত্তীর্ণ হওয়া) + ই
(ণিচ)}
+ অক (ন্বুল), কর্তৃবাচ্য + আ (টাপ্)=তারকা>তারক
পদ:
বিশেষ্য।
অর্থ:
তারা, নক্ষত্র
উদাহরণ:
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৯।৩]