তব্
বানান বিশ্লেষণ: ত্+অ+ব্
উচ্চারণ: [əb] [তব্]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত তব>ভানুসিংহ তব্
পদ:

১. অব্যয়
অর্থ: তবে
উদাহরণ: তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।১০]

২. সর্বনাম
অর্থ: তাহার, তার
উদাহরণ:
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।৮]