তোঁহার
বানান বিশ্লেষণ:
ত্+ও+হ্+আ+র্+অ
উচ্চারণ:
[
t̪
õ
.
ɦ
a
.
r
ə
]
[
তোঁ.
হা.র]।
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত যুষ্কাকম্ >প্রাকৃত তম্হাণ>বাংলা তুঁহার>তোঁহার।
পদ:
সর্বনাম। মধ্যমপুরুষ (তুচ্ছার্থে বা স্নেহা
র্থে
)
অর্থ:
তোমার।
উদাহরণ:
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।১২]