তোর
বানান বিশ্লেষণ:
ত্+ও+র্+অ
উচ্চারণ: [t̪o.rə.]
[তো.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ত্বম>প্রাকৃত তুং, তুহ>বাংলা
তুঁ, তু>তো +র (ষষ্ঠী বিভক্তি)=তোর
পদ:
সর্বনাম মধ্যম পুরুষ (তুচ্ছার্থে বা স্নেহার্থে)।
শ্যাম রে , নিপট কঠিন মন তোর । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১]