তরু
বানান বিশ্লেষণ: ত্+অ+র্+উ
উচ্চারণ: [ə.ru] [ত.রু]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত তরু>বাংলা তরু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: তৄ (উত্তীর্ণ হওয়া) +উ, করণবাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ: বৃক্ষ, গাছ।
উদাহরণ:
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি  শূন্য কদমতরুমূলে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪। ৫]

তরুগণ
বানান বিশ্লেষণ: ত্+অ+র্+উ+গ্+অ+ণ্+অ
উচ্চারণ: [ə.ru..] [ত.রু.গ.ন]  [ə= তীর্যক অ]

শব্দ-উৎস: সংস্কৃত তরু>বাংলা তরু +সংস্কৃত গণ>বাংলা গণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: তরুসমূহ, বৃক্ষরাজি।
উদাহরণ: দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ,  চঞ্চল যমুনাবারি   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭৩]