তরুণ
বানান বিশ্লেষণ:
ত্+অ+র্+উ+ণ্+অ
উচ্চারণ: [t̪ə.ru.nə]
[ত.রু.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত তরুণ>বাংলা তরুণ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√তৄ
(উত্তীর্ণ হওয়া) +উন (উনন্), কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য।
অর্থ: কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হওয়ার প্রথম ধাপ।
উদাহরণ:
সখি লো দারুণ আধিভরাতুর এ
তরুণ যৌবন মোর [ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৭]