তোয়
বানান বিশ্লেষণ: ত্+ও+য়্+অ
উচ্চারণ: [o.ə] [তোয়.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত তর>প্রাকৃত তুর, তুহ, তুঅ>বাংলা তুঅ>তোয়
পদ: সর্বনাম। মধ্যমপুরুষ (তুচ্ছার্থে বা স্নেহার্থে)
অর্থ: তোকে।
উদাহরণ: সজনি, সত্য কহি তোয়  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১১]