তৃষিত
বানান বিশ্লেষণ:
ত্+ঋ+ক্+ষ্+ই+ত্+অ
উচ্চারণ: [t̪ri.ʃi.t̪ə]
[তৃ.শি.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত তৃষিত>বাংলা তৃষিত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: তৃষা {Öতৃষ্
(পান করার ইচ্ছা) +আ (আপ)} + ইত (ইতচ্)।
পদ:
বিশেষণ।
অর্থ:
১. পিপাসিত, তৃষ্ণার্ত
২. আকাঙ্ক্ষিত।
উদাহরণ:
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ১।৯]
তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা— [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৯।৫]