তুঁহু
বানান বিশ্লেষণ:
ত্+উ+ঁ+হ্+উ
উচ্চারণ: [t̪u.ɦu]
[তুঁ.হু]।
শব্দ-উৎস:
সংস্কৃত ত্বম>প্রাকৃত তুং, তুহ>বাংলা
তুঁহ>তুঁহু (তুঁহ +উ)
পদ: সর্বনাম
অর্থ:
তুমি
উদাহরণ:
-
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ রহই দূর মথুরায়—
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪। ৯]
-
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১২]
-
ঝটিতি আও তুঁহু হমারি সাথে, বিরহব্যাকুলা বালা ।
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৬]
-
কো তুঁহু বোলবি মোয়
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২০।
১]