তুঝ
বানান বিশ্লেষণ:
ত্+উ+ঝ্+অ
উচ্চারণ: [t̪u.ɟʰə]
[তু.ঝ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত তব>প্রাকৃত তুজ্ঝ>বাংলা তুঝ
পদ: সর্বনাম।
অর্থ:
তোমার
উদাহরণ:
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৯]
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৬।১০]