উচ্ছল
বানান বিশ্লেষণ: +চ্+ছ্+অ+ল্+অ
উচ্চারণ: [uc.cʰə.] [উচ্.ছ.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত উচ্ছল>বাংলা উচ্ছল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: উদ্-Öশল্ (কম্প, গতি) + অ (অচ্), কর্তৃবাচ্য।
পদ: বিশেষণ।
অর্থ:
ভাবের গতিময় বা সকম্পিত প্রকাশ। কিম্বা যা আধার অতিক্রম করে প্লাবিত ও বিস্তৃতভাবে ব্যাপ্ত এবং উচ্ছলিত।
উদাহরণ: