উছসত
বানান বিশ্লেষণ:
উ
+ছ্+অ+স্
+অ+ত্+অ
উচ্চারণ:
[
u
.
c
ʰ
ə
.
ʃə
.
t̪
ə
]
[
উ.ছ.স.ত
]।
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত উচ্ছ্বস>প্রাকৃত উসস>বাংলা উছস>উছসত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
উছস + ত ।
পদ:
বিশেষ্য।
অর্থ:
যা উচ্ছাসযুক্ত।
উদাহরণ:
সখি
রে
,
উছসত
প্রেমভরে
অব
ঢল
ঢল
বিহ্বল
প্রাণ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৭
]