উদাস
বানান বিশ্লেষণ: +দ্+আ+স্+অ
উচ্চারণ: [u.d̪a.sə] [উ.দা.স]  [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত উদাস>বাংলা উদাস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: উদ্ +Öআস্ (আশা) +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ।
অর্থ: নৈরাশ্যময়, হতাসজনক
উদাহরণ: কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৪]