উজার
বানান বিশ্লেষণ:
উ+জ্+আ+র্+অ
উচ্চারণ: [u.ɟa.rə]
[উ.জা.র]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত উজ্জ্বল>প্রাকৃত উজ্জল>উজ্জর>বাংলা উজর>উজার>ক্রিয়ামূল Öউজার্>উজার
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
Öউজার্ (ক্রিয়ামূল)+ অ
পদ:
ক্রিয়া।
অর্থ:
আলোকিত কর, উজ্জ্বল কর।
উদাহরণ:
সজনি অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৭]