উঠ
বানান বিশ্লেষণ: +ঠ্+অ+ই
উচ্চারণ: [
u.ʈʰə.i] [উ.ঠ.ই]  [ə= তীর্যক অ। ঠ ধ্বনির পরে অ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত
 উদ্ (উপসর্গ)-ক্রিয়ামূল Öস্থা (থাকা)>প্রাকৃত Öউট্‌ঠ>বাংলা Öউঠ্>উঠই
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öউঠ্ (উত্থিত)+ অই।
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)।
অর্থ: কোনো স্থিত অবস্থা থেকে উত্থিত হওয়া। 
সমার্থক শব্দ: উঠে, ওঠে
উদাহরণ: