উথল
বানান বিশ্লেষণ: +থ্+অ+
ল্+অ
উচ্চারণ: [u.ʈʰə.lə] [উ.ঠ.ই]  [ə= তীর্যক অ।]
শব্দ-উৎস: সংস্কৃত উচ্ছল {উদ্-Öশল্ (চলন্) +অ (অচ্)}>প্রাকৃত Öউথল্ল>বাংলা Öউথল>উথল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öউথল (উচ্ছলিত হওয়া)+ অ
পদ: ক্রিয়া (অসমাপিকা)
অর্থ: ভাবাবেগে উচ্ছ্বসিত হয়ে

উদাহরণ: দেখ, লো সখি, শ্যামরায়  নয়নে প্রেম উথল যায় [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৮। ৯]