ভাসে
বানান বিশ্লেষণ:
ভ্+আ+স্+অ
উচ্চারণ: [bʰa.sə]
[ভা.স]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√ভাস>বাংলা
√ভাস>ভাস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√ভাস্
(প্রকাশিত হওয়া)+এ
পদ:
ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ: যা উপরিতলে দৃশ্যমান বা প্রকাশিত অবস্থায় থাকে।
সমার্থক শব্দাবলি:
প্রকাশিত হয়, ভাসমান অবস্থায় থাকে।
উদাহরণ:
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৯।৩]