ভেল
বানান বিশ্লেষণ:
ভ্+অ+ল্+অ
উচ্চারণ:
[bʰe.lə]
[ভে.ল]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
Öভূ
(হওয়া)>প্রাকৃতÖভো-ভোদি>বাংলা Öভ
+ইল (অতীত কাল)=ভইল>ভেল।
পদ: ক্রিয়া (সাধারণ অতীত কাল)
অর্থ: যা অতীতে সম্পন্ন হয়ে গেছে।
সমার্থক শব্দাবলি:
ইল,
হ'ল, হলো।
উদাহরণ:
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৪-৫]
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ৩]
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ৯]