ভইল
বানান বিশ্লেষণ: ভ্+অ+ই+ল্+অ
উচ্চারণ: [ ə.i.
lə] [.ই.]।   [ə= তীর্যক অ। ভ-এর সাথে যুক্ত -ə ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত ভূ>প্রাকৃত ভো-ভোদি, ভ>মৈথিলি ভ>বাংলা ভ (বৈষ্ণব সাহিত্য)>ভইল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভ্ (হওয়া) +‌ইল (সাধারণ অতীত)
পদ:
ক্রিয়া (সাধারণ অতীত কাল)।
অর্থ: অতীত যে কাজ কর্তা সম্পন্ন করেছে।
সমার্থক শব্দাবলি:
 হইল, হ'ল, হলো।
উদাহরণ: