ভখি
বানান বিশ্লেষণ: ভ্+অ+খ্+ই
উচ্চারণ: [ə.kʰ
i] [ভ.খি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ভক্ষ্-ভক্ষয়>প্রাকৃত ভক্‌থ>বাংলা ভখ (বৈষ্ণব সাহিত্য)>ভখি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভখ (ভক্ষণ করা)+ই
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ:
পান করি, ভক্ষণ করি
উদাহরণ: বাত ন বোলবে , বদন ন হেরবে মরিব হলাহল ভখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৪]