ভমর
বানান বিশ্লেষণ:
ভ্+অ+ম্+অ+র্+অ
উচ্চারণ: [bʰə.mə.rə]
[ভ.ম.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
ভ্মর>বাংলা
ভমর
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ: মধু আহরণের জন্য ফুলে
ফুলে ভ্রমণকারী পতঙ্গ বিশেষ।
সমার্থক শব্দাবলি: ভ্রমর, মধুকর।
উদাহরণ:
দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৪-৫]